প্রকাশিত: Wed, Mar 22, 2023 1:58 AM
আপডেট: Sat, Dec 6, 2025 11:52 AM

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থমন্ত্রীর চিন্তায় পার্থক্য

মাজহার মিচেল: প্রাক-বাজেট আলোচনায় বলা হয়, গত করোনায় কিছু কিছু প্রাইভেট ব্যাংক মাত্রাতিরিক্ত মুনাফা করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাইভেট ব্যাংকগুলোর মাত্রাতিরিক্ত মুনাফাকে কৃষির চারটি খাতে খরচ করার অনুরোধ করে বাংলাদেশ ব্যাংক।

তবে এতে দ্বিমত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রাইভেট ব্যাংক মুনাফা করবে এটাই স্বাভাবিক। মুনাফা করা অন্যায়ের কিছু নয়। আর এই মুনাফার যে অংশটা সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবলিটি) খাতে ব্যয় করা হবে, তা সিএসআর-এর প্রচলিত নিয়ম মেনে করতে হবে।

উল্লেখ্য, সিএসআর নীতিমালায় কৃষিখাতে টাকা খরচের কোনো সুযোগ নেই। তবে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার এ অর্থ কৃষিতে খরচ করার প্রস্তাবে সাধুবাদ জানান।

আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর নাঈমুল ইনলাম খান বলেন, এ অর্থ কৃষকদের অনেক উপকারে আসবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব